ফেনীতে ১২ মামলার পলাতক আসামি বাবলু গ্রেফতার

0

ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ মোট ১২টি মামলার পলাতক আসামি বাবলুকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। 

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এএসআই (উপ-পরিদর্শক) মো. মোবারকের নেতৃত্বে পুলিশের একটি টিম ফেনী রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বাবলুকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ফেনী বিরিঞ্চি এলাকার মো. মিন্টুর ছেলে মেহেদী হাসান বাবলুকে গ্রেফতার করতে তাদের একাধিক টিম কাজ করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাবলু নাম ছাড়াও তার একাধিক ছদ্মনাম রয়েছে বলে জানা যায়। 

চট্টগ্রামের পাহাড়তলী ও ফেনী রেল স্টেশন এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদকের সাথে জড়িত থাকায় সর্বমোট ১২টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। 

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আসামি (বাবলুর) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে প্রেরণ করা হবে।

এছাড়া ওয়ারেন্ট ভুক্ত বিভিন্ন আসামির গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here