লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব

0

লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) শহরের ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিদ্যালয়টির অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসখ সম্রাট খীসা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, উপধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে বাহারী শত রকমের পিঠার সমাহার নিয়ে ৫০টি স্টল অংশ নেয়। মুখরোচক পিঠার স্বাদ নিতে ও আনন্দ উদযাপনে শিশু-নারীসহ তরুণদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।  পিঠা খেয়ে ও পরিবারের জন্য মজাদার কিছু পিঠা কিনে বেশ আনন্দিত বলে জানান তারা।

আয়োজকরা বলেন, ১৫ বছর ধরে ধরে শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here