হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক ফয়েজ মিয়া (২০) মারা গেছে। সোমবার (১০ এপ্রিল) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের আহত অন্তত ১৫ জন বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফয়েজ মিয়া নোয়াগড় গ্রামের আশক আলীর পুত্র।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার (ওসি) মো.মাসুক আলী সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।