বরিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0

বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হোসনে আরা নামে মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এছাড়া, এ দুর্ঘটনায় আহত ওই নারীর স্বামী ও চার মাস বয়সী শিশু সন্তানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার কামারখালী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশী এক দোকানি জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে সেনানিবাসে যাচ্ছিলেন। পটুয়াখালী থেকে গাজীপুরের উদ্দেশে রওনা দেওয়া বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামী ও শিশু সন্তানকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, দুর্ঘটনার পর বাস রাস্তার মাঝে রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক
অবস্থায় ওই ব্যক্তি ও তার সন্তানকে ঢাকায় নেওয়া হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here