স্কটল্যান্ডের কিংবদন্তী ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শুক্রবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি স্পোর্টস।
খেলোয়াড়ি জীবনে স্কটল্যান্ডের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন সাবেক এই স্ট্রাইকার। এমনকি ২৩৭ গোল করে ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
এছাড়া, দেশের হয়ে ৫৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ডেনিস ল। দেশের জার্সিতে করেছেন ৩০ গোল, যা তাকে স্কটল্যান্ডের সর্বকালের যৌথ সর্বোচ্চ স্কোরার করে তোলে।
ক্যারিয়ারে তিনবার ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি হয়েছিলেন ডেনিস ল।