মুন্সীগঞ্জে দুই মাদক বিক্রেতা আটক

0

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ৩৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুলচর ও কুন্ডর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন টঙ্গীবাড়ি থানার এসআই মো. রবিউল ইসলাম। 

এ সময় মুলচর গ্রামের মৃত আমির হোসেন মালতের ছেলে খোরশেদ মালতের (৫০) কাছ থেকে ২০ পিস এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কাজী কসবা গ্রামের মৃত মোস্তফা দেওয়ানের ছেলে হারুন অর রশিদ শাহিনের (৪৮) কাছ থেকে ৩১৩ পিস ইয়াবা জব্দ করা হয়। 

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়েছে। মাদক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here