পরমাণু চুক্তি চূড়ান্ত করার পথে ইরান-রাশিয়া

0

 ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, উভয় দেশ ইরানে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি চূড়ান্ত করতে পারবে। এই বৈঠকটি রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত হয়েছে।  

প্রেসিডেন্ট পেজেশকিয়া গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ক্রেমলিন সফর করছেন, পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি। রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের এই কৌশলগত চুক্তিতে প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।   

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরানসহ যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। তবে মস্কো ও তেহরান উভয়ই দাবি করেছে, তাদের এই সম্পর্ক অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়।  

ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার এবং ইরান থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়া ও ইরানের প্রতি নিন্দা জানিয়েছে। যদিও তেহরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে।  

রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, তারা ইরানি ক্ষেপণাস্ত্র পেয়েছে কিনা। তবে ক্রেমলিন জানিয়েছে, তাদের সহযোগিতা ‘সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রগুলোতেও’ অন্তর্ভুক্ত রয়েছে।  

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফরে ইরানের জ্বালানি খাতের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পুতিন এর আগে গত অক্টোবর মাসে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন এবং তুর্কমেনিস্তানের এক সাংস্কৃতিক ফোরামের সাইডলাইনে বৈঠক করেছিলেন।  

এই চুক্তি রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here