কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ সম্মেলনে সাখাওয়াত হোসেন খানকে সভাপতি ও বাবুল রেজাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য পদগুলোতে রয়েছেন সহ সভাপতি আব্দুল ওয়াহাব, আবুল হাসেম, রুহুল আমিন, স্বপন কুমার বর্মণ ও দেবব্রত দাস, সহ সাধারণ সম্পাদক সাইফউদ্দীন আহমেদ লেনিন ও রতন কুমার বর্মণ, কোষাধ্যক্ষ রাজন কুমার দেবনাথ, সম্পাদক মণ্ডলীর সদস্য শরদ্বিন্দু বিশ্বাস, সুকান্ত আচার্য, আজিজুল রমিজ, মহিতোষ দাস ও সীমা দে, সদস্য এডভোকেট শেখ এ কে এম নূরুন্নবী বাদল, ফিরোজ উদ্দিন ভূইয়া, নয়ন দাস, হুমায়ূন আহমেদ, এডভোকেট হামিদা বেগম, মানস কর, অধ্যাপক ফরিদ আহাম্মদ, মকবুল হোসেন ফারুক, শামসুল হক কালাম, ধ্রুব সরকার, শাহজাহান কবীর, নাসিমা রহমান, মেরাজ রহিম ও সুরজিৎ সরকার মানিক। দুটি সদস্য পদ পরে কো-অপ্ট করা হবে। কাউন্সিলে উদীচীর জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন খান।
সকালে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনে জেলা উদীচীর দ্বাদশ সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুস সালাম রিপন।
উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর শহরের একরামপুর এলাকার একটি অডিটরিয়ামে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উদীচী জেলা সংসদের সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আব্দুস সালাম রিপন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সদস্য নাজমুল আজাদ, রুমী প্রভা ও মোস্তাফিজুর রহমান।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা উদীচীর সাবেক সভাপতি এডভোকেট শেখ এ কে এম নূরুন্নবী বাদল, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ।
সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ। অর্থ রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ দেবব্রত দাস দেবু এবং শোক প্রস্তাব উত্থাপন করেন সাইফউদ্দীন আহমেদ লেনিন।
সম্মেলনে উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিট থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।