দিনাজপুরে বিএনপির সাবেক এমপি রেজিনা ইসলামের ইন্তেকাল

0

দিনাজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪১ নম্বর আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন।  

শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার মৃত্যু হয়। মরহুমার জানাজার নামাজ শুক্রবার বাদ আসর লালবাগ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে লালবাগ গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন জানান, ঢাকা থেকে দিনাজপুরে ফিরছিলেন রেজিনা ইসলাম। পথে দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর শুক্রবার ভোর ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে রেজিনার মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here