ভারতের ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন নকশাল সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই খবরের সত্যতা নিশ্চিত করেছে ছত্তিশগড় রাজ্যের পুলিশ কর্মকর্তারা।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বিজাপুর-সুকমা জেলা সীমান্তের কাছে একটি ঘন জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল যখন নকশাল বিরোধী অভিযানে অংশ নেয় তখনই এই সংঘর্ষ শুরু হয় এবং দুইপক্ষের মধ্যে গুলিবিনিময় চলে সন্ধ্যা পর্যন্ত।
এক সিনিয়ার কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- বন্দুকযুদ্ধে ১২ জন নকশালবাদী নিহত হয়েছে। আরও বিশদ বিবরণের জন্য এলাকায় তল্লাশি অভিযান চলছে। তবে অভিযানে নিরাপত্তা কর্মীদের কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে একটি সেল্ফ-লোডিং রাইফেল এবং অন্য অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সুকমা, বিজাপুর এবং দান্তেওয়াড়া তিনটি জেলার ডিআরজি, কোবরা ২০৫, ২০৬, ২০৮, ২১০ এবং ২২৯ ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযানে অংশ নেয়। আর এই অভিযানে নকশালদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কয়েকদিন দিন আগে গত রবিবার রাজ্যটির বিজাপুর জেলায় একটি সংঘর্ষে ৫ নকশালবাদী নিহত হয়। এরপর ফেরএদিনের নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযান।