ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে আগ্রহ দেখালেন পিটারসেন

0

টানা দুইটি টেস্ট সিরিজে বাজেভাবে হারের পর ভারতের কোচিং স্টাফের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিজবাজের খবর- গৌতম গম্ভিরের কোচিং স্টাফে নতুন সদস্য, বিশেষ করে ব্যাটিং কোচ যুক্ত করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত শার্মা, ভিরাট কোহলিদের ব্যাটিং কোচের এই দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, ভারতের কোচিং স্টাফে একজন ব্যাটিং কোচ যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখছে বিসিসিআই। বিষয়টি নিয়ে এক্স-এ পোস্ট করেন সামাজিক মাধ্যমে ক্রিকেটের বিভিন্ন তথ্য তুলে ধরা ভারতের মুফাদাল ভোহরা। পরদিন সেখানে পিটারসেন লেখেন, ‘অ্যাভেইলেবল।’

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হারার পর দেশে ফিরে মুম্বাইয়ে প্রথমবারের মতো একত্রিত হয়েছিলেন প্রধান নির্বাচক আজিত আগারকার, প্রধান কোচ গম্ভির ও অধিনায়ক রোহিত। সেখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে কোচিং স্টাফের ভূমিকা নিয়েও আলোচনা হয়। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ব্যাটিং কোচ হিসেবে বেশ কয়েকটি নাম বিবেচনা করা হচ্ছে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বর্তমান ভারতীয় কোচিং স্টাফে কোনো নির্দিষ্ট ব্যাটিং কোচ নেই। প্রধান কোচ গম্ভির তার কোচিং স্টাফে কোনো অফিসিয়াল ব্যাটিং কোচ না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর পরিবর্তে দুইজন সহকারী কোচ হিসেবে বেছে নেন ভিশেক নায়ার ও রায়ান টেন ডেসকাটকে। খেলোয়াড়ী জীবনে এই দুইজনই দক্ষ ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ব্যাটিং কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে নায়ারের।

গাম্ভিরের কোচিং স্টাফে বোলিং কোচ হিসেবে আছেন মর্নে মরকেল, আর ফিল্ডিং কোচ টি দিলিপ। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়া ও অস্ট্রেলিয়া সফরে সিরিজ হারের পর সমালোচনার মুখে আছে ভারতের কোচিং স্টাফ। বিশেষ করে কোহলির মাপের একজন ব্যাটসম্যানের বারবার একইভাবে আউট হওয়ার বিষয়টি প্রবল আলোচনার জন্ম দিয়েছে।

ভারতের ব্যাটিং কোচ হতে আগ্রহী পিটারসেন বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ধারাভাষ্যকার ও সঞ্চালক হিসেবে কাজ করছেন। আইপিএলে নিয়মিত ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন সাবেক এই স্টাইলিশ ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে আট হাজারের বেশি রান করেছেন তিনি। তার ২৩ সেঞ্চুরি দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ। ১৩৬ ওয়ানডেতে ৪০.৭৩ গড়ে তার রান প্রায় সাড়ে চার হাজার। ৩৭ টি-টোয়েন্টিতে ১৪১.৫১ স্ট্রাইক রেটে রান ১ হাজার ১৭৬। তবে ৪৪ বছর বয়সী পিটারসেনের শীর্ষ পর্যায়ের কোনো ক্রিকেট দলে কোচিংয়ের অভিজ্ঞতা নেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here