চাল সরবরাহ নিশ্চিত করতে গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযান

0

সরকারের খাদ্য বিভাগের সাথে চুক্তিকৃত চাল নির্দিষ্ট সময়ে সরবরাহ নিশ্চিত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে প্রধান গ্রুপসহ তিনটি স্বয়ংক্রিয় চাল কলে অভিযান পরিচালনা করা হয়েছে।  

বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়ারেন্ট অফিসার আব্দুল হালিমের নেতৃত্বে সেনাবাহিনীর এক দল সদস্য ও গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. আসাদের নেতৃত্বে এক দল পুলিশ অংশ নেন।  

উপজেলার শিল্পাঞ্চলখ্যাত মহিমাগঞ্জের দুটি স্বয়ংক্রিয় চাল কারখানা ও আরআরএসআর অটো রাইস মিল নামের দুটি কারখানা এবং তাদের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত দরের চেয়ে বাজারে ধানের দাম বেশি থাকায় ধান সংগ্রহে ঘাটতির কারণে সময় মতো চাল সরবরাহে বিলম্ব হচ্ছে বলে কারখানাগুলো থেকে জানানো হয়।  

গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানা তিনটিকে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে চুক্তিকৃত সমুদয় চাল সরবরাহ করার নির্দেশ প্রদান করা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here