পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা না থাকা, ওজনে কম দেয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও সংরক্ষন করার দায়ে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকার অভিযান চালিয়ে তাদেরকে এ অর্থদন্ড দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন পটুয়াখালী ভোক্তা অভিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।