নতুন বছরে হোয়াটসঅ্যাপে চমক: সেলফি থেকে স্টিকার তৈরির সুবিধা

0

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে ভিডিও কল ও কথা বলার সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপ এখন অধিকাংশ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ব্যবহারকারীদের আরও আকৃষ্ট করতে প্রতি বছরই নতুন ফিচার যোগ করে এই প্ল্যাটফর্ম। নতুন বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার।

এখন থেকে ব্যবহারকারীরা তাদের সেলফি ছবি থেকে সরাসরি স্টিকার তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপের স্টিকার বিভাগের ওপরের বাম কোণে থাকা ‘ক্রিয়েট স্টিকার’ বোতামে চাপ দিলেই এ সুবিধা ব্যবহার করা যাবে। এটি ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশের জন্য স্টিকার ব্যবহারে এক নতুন মাত্রা যোগ করবে।

হোয়াটসঅ্যাপের ক্যামেরা ফিচারে যুক্ত হয়েছে ৩০টি নতুন ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট এবং ফিল্টার। এর ফলে ব্যবহারকারীরা তাদের ছবি ও ভিডিও আরও সৃজনশীল এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন। ব্লগ বার্তায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করবে।   

মেসেজে রিঅ্যাকশন দেওয়ার পদ্ধতি আরও সহজ করেছে হোয়াটসঅ্যাপ। আগের মতো মেসেজ ধরে রাখার ঝামেলা নেই। এখন ব্যবহারকারীরা শুধু ডাবল ট্যাপ করেই পছন্দের ইমোজি দিয়ে দ্রুত রিঅ্যাকশন জানাতে পারবেন।   

স্টিকার প্যাক শেয়ার করার প্রক্রিয়া আরও সহজ করেছে হোয়াটসঅ্যাপ। স্টিকার তালিকার শেষে থাকা প্লাস আইকনে চাপ দিলেই একটি নতুন অপশন দেখা যাবে। এই অপশনের মাধ্যমে পছন্দের স্টিকার প্যাক যেকোনো ব্যক্তির সঙ্গে দ্রুত শেয়ার করা যাবে।  

এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের মধ্যে আরও জনপ্রিয়তা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও সুবিধা যোগ করার মাধ্যমে হোয়াটসঅ্যাপ তার শীর্ষস্থান বজায় রাখতে চাইছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here