টেকনাফে ৩৮ রোহিঙ্গা উদ্ধার

0

‎সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ ছিল না।

‎গতকাল বুধবার সন্ধ্যায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অনুপ্রবেশকালে তাদেরকে উদ্ধার করা হয়েছে। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা এ তথ্যটি নিশ্চিত করেছেন।

শোভন বলেছেন, সাগর পাড়ি দিয়ে রোহিঙ্গারা টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়া এলাকার দিয়ে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করছেন। দালালচক্রের লোকজন পালিয়ে যাওয়াই তাদের আটক করা সম্ভব হয়নি।… বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিদের্শনা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

‎টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন তিনি বলেছেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশ রোধ করতে সব আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে একসঙ্গে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া পর ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here