আরও ১৫ মাস জামাল-মোরসালিনদের কোচ কাবরেরা

0

চুক্তির মেয়াদ ফুরানোর ১৫ দিন পর নিশ্চিত হল বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের কোচের পদে হাভিয়ের কাবরেরার থেকে যাওয়ার বিষয়টি। এই স্প্যানিশ কোচ জামাল-মোরসালিনদের কোচিং করানোর দায়িত্বে থাকবেন ২০২৬ সালের মার্চ পর্যন্ত।

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় চুক্তি বাড়িয়ে জাতীয় দলের ডাগআউটে থেকে যান কাবরেরা। ৪০ বছর বয়সী এই কোচের সাথে বাফুফের সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর।

এরপর থেকেই নানা গুঞ্জনের শুরু। কাবরেরার থাকা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বাফুফে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে আসতে থাকে নানা খবর। নতুন কোচের প্রোফাইল বাফুফে যাচাই-বাছাই করে দেখছে, এমন খবরও চাউর হয়। অবশেষে ঝুলে থাকা ইস্যুর সমাধান করল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা বাফুফে। 
বর্তমানে লন্ডনে থাকা সংস্থাটির সভাপতি তাবিথ আউয়ালের সাথে ভার্চুয়াল আলোচনার পর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে। সূত্র জানায়- ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচ পর্যন্ত বাংলাদেশের ডাগআউটে থাকবেন কাবরেরা।

আগামী মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই নিজেদের শেষ ম্যাচ কাবরেরার দল খেলবে ২০২৬ সালের ৩১ মার্চ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হংকং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here