বাসায় ঢোকেনি কোনো বহিরাগত, হামলাকারীকে নিয়ে রহস্য

0

নিজ বাড়িতে হামলার শিকার সাইফ আলী খান। এবার হামলাকারীকে নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। কেননা সিসি ক্যামেরার ফুটেজে বাড়ির বহিরাগত কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। এখন পর্যন্ত বাসার কয়েকজন কর্মীকে আটক করেছে মুম্বাই পুলিশ। তবে এখনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা।

বুধবার রাত ২টায় নিজ বাড়িতে হামলাকারীর ছুরিকাঘাতে আহত হন সাইফ। কিন্তু রাত ২টার আগে অন্তত দু’ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও অভিনেতার বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি পুলিশ।

এমন পরিস্থিতিতে পুলিশের ধারণা, বাড়ির ভেতরের কেউই পুরো ঘটনার সঙ্গে জড়িত। ইতোমধ্যে সাইফ আলী খানের বাড়িতে কাজ করা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, সাইফের পাশাপাশি তার বাড়িতে কর্মরত এক গৃহকর্মীকেও ছুরি দিয়ে কোপানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

সাইফ আলী খানের বাড়ির সদস্যরা জানান, বাড়িতে হামলাকারী ঢোকার পরেই গৃহকর্মীরা চিৎকার শুরু করেন। সেই সময় ঘুমাচ্ছিলেন অভিনেতা। চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। প্রথমে ওই দুষ্কৃতির সঙ্গে তর্কাতর্কি হয় তার। তারপরেই দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে একে ছয়বার ছুরিকাঘাত করা হয় অভিনেতাকে। পরে সাইফকে গৃহকর্মীরা এবং পরিবারের অন্য সদস্যেরা হাসপাতালে নিয়ে যান।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে হাতাহাতি হয়। যেখানে জখম হন সাইফ। বর্তমানে তার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছে। 

মুম্বাইয়ের বান্দ্রায় সৎগুরু শরণ বিল্ডিংয়ে থাকেন সাইফ। এই আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশুসন্তান আট বছরের তৈমুর ও চার বছরের জেহ। 

তবে, হামলার সময় কারিনা বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়। কারণ এই ঘটনার কিছুক্ষণ আগেই বোন কারিশ্মা কাপূর এবং দুই বন্ধু সোনম কাপুর, রিয়া কাপুরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন কারিনা।

এদিকে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সাইফ আলী খানের অস্ত্রোপচার শেষ হয়েছে। আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন, এটা ছুরিরই ভাঙা অংশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here