কেমন আছেন সাইফ ও তার পরিবার; জানালেন কারিনা

0

মাঝরাতে বাড়িতে হামলা, সাইফ আলি খানের উপর চড়াও হয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, সে সময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে ইব্রাহিম আলি খান এবং এক পরিচারক। প্রাথমিকভাবে সাইফের বাহুতে আঘাত লেগেছে বলে জানান হলেও পরে চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর ঘাড়েও একটি আঘাত রয়েছে। আপাতত অস্ত্রোপচার করা হচ্ছে অভিনেতার।

কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন, তা জানা যায়নি তখন। 

সেই বিষয়ে বিবৃতি দিয়েছেন সাইফের স্ত্রী, অভিনেত্রী কারিনা কাপুর খান। কারিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “কারিনা ও সইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সকলে নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনও জল্পনা করবেন না। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।”

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সাইফের অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। চিন্তিত অনুরাগীদের অনেকেরই প্রশ্ন, কীভাবে আক্রান্ত হলেন সাইফ। ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ঢুকে পড়ার পরে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সইফ। সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েক জন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here