হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হওয়া সানজিদা আক্তার (৩০) মারা গেছেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
স্বাস্থ্য অধিদফতরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ভাইরাস সংক্রমণ ছাড়াও তার বেশ কিছু শারীরিক জটিলতা ছিল।
এইচএমপিভি শনাক্ত হওয়া কারো মৃত্যুর তথ্য দেশে এটিই প্রথম।