একাধিক মামলার আসামি নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বাবলুকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধভাবে সরকারি খাল থেকে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হবে।
চেয়ারম্যান বাবলুর স্ত্রী শাহনাজ আক্তার দাবি করে বলেন, আমার স্বামী দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বাবলুর বিরুদ্ধে একাধিক মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বাসা থেকে তাকে আটক করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।