১০ টাকার জন্য কুপিয়ে হত্যা, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

0

ফরিদপুরে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ফারুক ফকির (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মামুন শিকদারকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত যুবক মামুন শিকদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বিশারী বাগজোলাল মাঠ বাহারা এলাকার ইউসুফ আলী শিকদারের ছেলে। তবে আসামি ফারুক ফকির পলাতক রয়েছেন।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরেরচর বাজারে ক্যারাম খেলার ১০ টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুন শিকদারকে গালাগাল করেন নিহত ফারুক ফকিরের ভাতিজা আক্তার ফকির। এক পর্যায়ে মামুন শিকদার উত্তেজিত হয়ে আক্তারকে কিল-ঘুষি মারেন এবং চাকু দিয়ে কোপ দেন। বিষয়টি দেখে ভাতিজাকে রক্ষা করতে ফারুক ফকির এগিয়ে গেলে ফারুকের বুকে চাকু দিয়ে কোপ দেন মামুন। এক পর্যায়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামুনকে ঘটনাস্থল থেকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।

এ ঘটনার পর ভাঙ্গা থানায় মামুনসহ পাঁচজনের নামে হত্যা মামলা করেন নিহতের বাবা শাহজাহান ফকির। মামলায় মামুনকে কারাগারে পাঠানো হলে পরবর্তীতে জামিনে বের হন মামুন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক মিয়া ওই হত্যার ঘটনার সঙ্গে মামুন শিকদারের সম্পৃক্ততা পেয়ে তাকে একমাত্র আসামি হিসেবে আদালতে তদন্ত প্রতিবেদনে দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here