সাংগঠনিক নির্দেশনা না মানায় বাংলাদেশ ছাত্রলীগ আমতলী উপজেলা শাখার সভাপতি মো. মাহবুবুল ইসলাম মাহবুবকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, দলের সাংগঠনিক নির্দেশনা অমান্য করায় আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহাবুব ইসলাম মাহবুবকে তার পদ থেকে অ্যবাহতি দিয়ে সিনিয়র সহ-সভাপতি মতিন খানকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব ইসলাম মাহবুব বলেন, অব্যাহতির বিষয়টি শুনেছি তবে এখনো হাতে কোনো পত্র পাইনি।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিন খাঁন বলেন, মাহবুবকে অব্যাহতি দিয়ে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।