দ. আফ্রিকায় স্বর্ণ খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার

0

দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত স্বর্ণ খনি থেকে অন্তত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমের ওই খনি থেকে অবৈধ খনি শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদেন এই খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জোহানেসবার্গ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে স্টিলফন্টেইন শহরে অবস্থিত ২ কিলোমিটারেরও বেশি ভূগর্ভস্থ একটি বন্ধ সোনার খনির খাদ থেকে কমপক্ষে 60 টি মৃতদেহ টেনে এনেছে কর্তৃপক্ষ। যেখানে অবৈধ খননের বিরুদ্ধে অভিযানে অবরোধের পরে অজানা সংখ্যক পুরুষ এখনও আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। 

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, দুইদিনে খনি থেকে ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ১০৬ জনকে জীবিত উদ্ধার করে বেআইনিভাবে খনিতে কাজ করায় গ্রেফতার করা হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী সেনজো মাচুনু গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা ঠিক জানি না কতজন লোক সেখানে রয়ে গেছে। আমরা তাদের পেতে, তাদের সাহায্য করার দিকে মনোনিবেশ করছি।’

উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্টিলফন্টেইন শহর থেকে দেড় হাজারের বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। এই খনি শ্রমিকদের মধ্যে ১২১ জনকে ইতোমধ্যে দেশ থেকে বিতাড়িতও করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here