আইসিসিবিতে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’র শীতকালীন সংস্করণ শুরু

0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ ও ‘সিসিপিআইটি টেক্স চায়না’ এর আয়োজনে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এর শীতকালীন সংস্করণ শুরু হয়েছে। 

একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। 

দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫ দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করছে। প্রদর্শনী চলাকালীন তিনটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

বুধবার আইসিসিবির রাজদর্শন হলে প্রদর্শনী দুটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) প্রশাসক ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, এছাড়া দ্য অ্যাম্বাসি অব দ্য পিপল’স রিপাবলিক অব চায়না ইন বাংলাদেশ কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্র অধিদফতর মহাপরিচালক মো. শহিদুল ইসলাম, সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের মেশিন ও এক্সেসরিজে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে ৬০ থেকে ৭০ শতাংশ মেশিনারিজ চীন থেকে আমদানি করা প্রয়োজন হয়। এখানে যদি চীনা কোম্পানি বিনিয়োগ করে তাহলে তাদের আরও বেশি লাভ হবে। এজন্য বিকেএমইএ যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন সব ধরনের সহযোগিতা করবে। 

তিনি বলেন, নিটওয়ার সেক্টরে আশি শতাংশ বেশি ভ্যালু এডিশন হয়। বিগত সরকারের পলিসির কারণে এটা এখন ৫০ থেকে ৬০ শতাংশে চলে এসেছে। সামনে মনে হয় আরও নিচে নেমে আসবে। এর অন্যতম কারণ আমরা যে ধরনের সুযোগ-সুবিধা পেতাম তা কমিয়ে দেওয়া হয়েছে। 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেন বলেন, আমাদের দেশে ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে ব্যবসায়ীদের নতুন নতুন মেশিনারিজের সাথে পরিচয় হবে। এর ফলে আমাদের উৎপাদন সমৃদ্ধি হবে। চীনে আমাদের পোশাক রফতানি খুব কম। আমরা সে বাজার ধরার চেষ্টা করছি। এজন্য তাদের পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করতে হবে। 

আয়োজকরা জানান, বাংলাদেশের পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিকস, ট্রিমস এবং আনুষঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ -উইনটার এডিশন। একইসাথে, বিশ্বব্যাপী ডেনিম, জিন্স ও আনুষঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম এবং পোশাক শিল্পের উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হচ্ছে ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। এ প্রদর্শনীসমূহ সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী বহুল তিনটি মহাদেশজুড়ে বিস্তৃত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ, যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here