ভারত থেকে এল ২৪৫০ মেট্রিকটন চাল

0

চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা দুই হাজার ৪৫০ মেট্রিকটন চাল দেশে এসেছে। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের গেদে বন্দর দিয়ে ৪২টি রেল ওয়াগনে এ চাল দর্শনা রেলবন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়। 

এ সময় ভারতীয় রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

চাল খালাসে নিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট আতিয়ার রহমান হাবু জানান, ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এসব চাল আমদানি করেছে। প্রতি টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রফতানি করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে।

প্রসঙ্গত, ভারত থেকে এক লাখ ৫৯ হাজার মেট্রিকটন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। দর্শনা রেলবন্দর দিয়ে আমদানি করা এ চালের প্রথম চালান দেশে ঢুকল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here