জোতার গোলে রক্ষা পেল লিভারপুল

0

লিভারপুলের বিপক্ষে লিগে আরেকটি দারুণ জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না নটিংহ্যাম ফরেস্ট। যদিও লিভারপুলকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল নটিংহ্যাম। তবে দিয়েগো জোতা মাঠে নেমে ২২ সেকেন্ডের মাথায় গোল করে ম্যাচে ফেরান সমতা। ম্রিয়মাণ ফুটবলে ১-১ ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হলো লিভারপুল।

মঙ্গলবার রাতে নটিংহ্যামের মাঠ সিটি গ্রাউন্ডে শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও প্রতিপক্ষ গোলকিপারের পরীক্ষাই নিতে পারেনি লিভারপুল। প্রথমার্ধে ৭০ শতাংশ বল ধরে রেখে তারা গোলমুখে ৯টি শট নেয়, যার একটিও লক্ষ্যে ছিল না। বিপরীতে নটিংহ্যামের ৩ শটের ২টি ছিল লক্ষ্যে। ৮ম মিনিটে প্রথম সুযোগেই নটিংহ্যামকে এগিয়ে দেন ক্রিস উড।

দ্বিতীয়ার্ধেও লিভারপুলের একই ধরনের খেলা দেখা যাচ্ছিল। ৬৬ মিনিটে দিয়েগো জোতা বদলি নামতেই বদলে যায় পরিস্থিতি। মাঠে নামার ২২ সেকেন্ডের মাথায় দলকে সমতায় ফেরান জোতা। কস্তাস সিমিকাসের কর্নার থেকে দারুণ হেডে বল জালে পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড। 

পরপর দুই ম্যাচে পয়েন্ট হারালেও ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here