রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বিএমডিএ’র চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিএমডিএ’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক এটিএম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোয়ারদারকরণ প্রকল্পের আওয়তায় ১০তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৬তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্থর উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।