সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড় সংগঠন ‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’ (এসবিএস) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিঙ্গাপুরের তামাং জুরং-এ অবস্থিত আশেকেরিন মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসবিএস-এর ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সদস্য, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সিঙ্গাপুরের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ, সর্বস্তরের বাংলাদেশিসহ বিভিন্ন স্তরের প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।