বাগেরহাটে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে ২৫ বিসিএস কর্মকর্তা

0

বাগেরহাটের রামপাল উপজেলায় ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেছেন বিসিএস ৭৭তম কোর্সের ২৫ জন কর্মকর্তা। 

মঙ্গলবার বেলা ১১টায় এসব বিসিএস কর্মকর্তা উপজেলায় ঝনঝনিয়া গ্রামে স্থাপিত বিশ্বমানের এই ক্যান্সার হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তারা হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম জানান, বিসিএস ৭৭তম কোর্সের ২৫ জন কর্মকর্তা হাসপাতালটিতে পৌঁছালে তাদের ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে দেশের মানুষদের ক্যান্সারের বিশ্বমানের সেবা প্রদান, ক্যান্সারের বিভিন্ন ধরনের সুচিকিৎসা ছাড়াও ক্যান্সার নিয়ে বিশদ গবেষণা করা এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করা হয়। 

এ সময়ে ক্যান্সার হাসপাতালটির পরিচালক, কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here