দাবানলের কারণে পেছাল অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা

0

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে ভয়াবজ দাবানল। হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই। ক্ষতিগ্রস্ত হয়েছেন হলিউড তারকারাও। প্যারিস হিলটন, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে গেছে। 

দাবানলের কারণে এবার অ্যাকাডেমি পুরস্কার, গ্র্যামিসহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দাবানালের কারণে অস্কার মনোনয়ন ঘোষণার সময় পেছানো হয়েছে। সেই সাথে বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। কিন্তু এখন সেটা দুই দিন পিছিয়ে মনোনয়ন ঘোষণার তারিখ ১৯ জানুয়ারি করা হয়েছে। 

৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য ভোটদান, যা ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা। ২ মার্চ ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে নির্ধারিত রয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here