ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শান্ত (২০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শান্ত ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা (ইন্দিরাপাড়) গ্রামের সাইদুল হকের ছেলে ও ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ফুলপুর থানার এসআই জহিরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে এসআই জহির জানান, শান্তর লাশ বাড়িতে আনা হয়েছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তার পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে কাজিয়াকান্দা কামিল মাদ্রসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আঞ্জুমান কবরস্থানে দাফন করা হবে।