ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সাক্ষাৎ করেছেন। রবিবার হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ইসরায়েল বিরোধী অক্ষের প্রতিরোধ প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়া বুধবার থেকে লেবাননের রাজধানী বৈরুতে ছিলেন। ইসরায়েল অভিযোগ তুলেছে, দক্ষিণ লেবানন থেকে বৃহস্পতিবার হামাস অন্তত ৩৪টি রকেট ছোড়ে। লেবাননের দক্ষিণ অঞ্চল ইরান সমর্থিত শিয়া বিপ্লবীদের শক্তঘাঁটি।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাতে হাসান নাসরুল্লাহ এবং ইসমাইল হানিয়া প্রতিরোধের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং সাম্প্রতিক অগ্রগতি লাভ করা ঘটনা নিয়ে পারস্পারিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
আল আরাবিয়ার খবর অনুসারে, হিজবুল্লাহর বিবৃতিতে প্রতিরোধ অক্ষ বলতে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া এবং ইরান সমর্থিত ইসরায়েল বিরোধীদের উল্লেখ করা হয়েছে। ইসমাইল হানিয়া এবং হাসান নাসরুল্লাহ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে প্রতিরোধ ও কর্মসূচি বৃদ্ধি নিয়েও আলোচনা করেন।