ভেঙে গেল গার্দিওলার ৩০ বছরের সংসার?

0

৩০ বছর একসঙ্গে থাকার পর এখন আলাদা থাকছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্তিনা সেরা। গত ডিসেম্বরে সম্পর্কের ইতি টেনেছেন তারা। যদিও তা ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন।

বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণভাবেই সম্পর্ক ভেঙেছেন গার্দিওলা। যদিও গত ক্রিসমাসে এক থিয়েটারে স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা যায় তাকে।

সেরার সঙ্গে গার্দিওলার প্রেমের শুরুটা ১৯৯৪ সাল থেকে। তখন বার্সার হয়ে খেলছিলেন গার্দিওলা। ২০ বছর পর বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালীন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি।

গার্দিওলা-সেরার সংসারে বেড়ে উঠেছেন তিন সন্তান। বড় মেয়ে মারিয়া(২৪) একজন মডেল এবং ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ১০ লাখের মতো। ছেলে মারিয়াস (২২) বর্তমানে দুবাইয়ে থেকে তিনটি কোম্পানি পরিচালনা করছেন। আরেক মেয়ে ভালেন্তিনা (১৭) আপাতত পড়াশোনাতেই ব্যস্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here