বাড়তে পারে শীত

0

দেশের উত্তরের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হঠাৎ বাড়ে গেছে তাপমাত্রা। তবে মাঘ মাসের প্রথম দিনেই ফের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার এই তথ্য জানিয়ে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) উত্তরের জনপদে তাপমাত্রা কমতে পারে। এছাড়া এ সময় রাজধানী ঢাকাসহ বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে বুধবার মাঘ মাসের প্রথম দিনে আবারও তাপমাত্রা কমবে। তবে তীব্র শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মঙ্গলবার পঞ্চগড়ের তাপমাত্রা কমেছে। এ দিন ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here