বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

0

৬টি প্যাভিলিয়ন ও ১০০টি স্টল নিয়ে বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে সোমবার সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া হাসপাতাল মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।  

উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে বগুড়ায় এ মেলার আয়োজন। জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করবে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শাহীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, ব্রাদার্স কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. আরিফ প্রমুখ।  

 ব্রাদার্স কর্পোরেশনের বাস্তবায়নে মেলায় ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করছেন। ৬টি প্যাভিলিয়নসহ স্টলগুলোতে আকর্ষণীয় পণ্য রয়েছে। এছাড়া দর্শনার্থী শিশুদের বিনোদনের জন্য ইলেকট্রিক নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভূতের বাড়িসহ নানা ধরনের আধুনিক রাইড রয়েছে। মেলার প্রবেশ মূল্য করা হয়েছে ২০ টাকা। আলোচনা সভা শেষে দেশের খ্যাতিমান শিল্পী সুকুমার বাউল গান পরিবেশন করেন।  

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here