২৪-এর গণঅভ্যুত্থানের দালিলিক ভিত্তি হবে জুলাই ঘোষণাপত্র

0

জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসাবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সোমবার বিকালে বগুড়া শহরব্যাপী লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব মাহদী।  

লিফলেট বিতরণের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র চাই। এটার জন্যই আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে। তারই ধারাবাহিকতায় ‘২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে তার দালিলিক ভিত্তি হবে এই ঘোষণাপত্র। তিনি সরকারকে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার দাবি জানান। এছাড়া কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবির পক্ষে জনমত গঠনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন তিনি।  

লিফলেট বিতরণ কর্মসূচি বগুড়া পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হয়ে শহরের নবাববাড়ি রোড, কাঠালতলা, থানা মোড়, সাতমাথা, ইয়াকুবিয়া মোড়, জ্বলেশ্বরীতলা প্রদক্ষিণ করে জজকোর্টের সামনে এসে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, খন্দকার মিদুল হোসাইন, জিয়াউর রহমান, ডা. আব্দুল্লাহ আল সানী, এ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বীম, মতিউর রহমান পিটু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার সমন্বয়ক মাহমুদুল হাসান, এ.এম.জেড শাহরিয়ার জুহিন, সাকিব খান, রাব্বী, হাসান মোল্লা, জোবায়ের প্রমুখ।  

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here