জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সার্কিট হাউজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম প্রমুখ।
উদ্বোধনী খেলায় বালিকা দলের ম্যাচে মুখোমুখি হয় জয়পুরহাট সদর উপজেলার নেঙ্গাপীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আক্কেলপুর উপজেলার দেবীশাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক দলে প্রতিদ্বন্দ্বিতা করে সদর উপজেলার তাজপুর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আয়োজকরা জানায়, সোমবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার ১০টি দল অংশগ্রহণ করবে। ফাইনাল খেলা আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।