জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

0

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৩ জানুয়ারি স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে এ কম্পন অনুভূত হয়। এর পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। যদিও কিছু গণমাধ্যম বলছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, সোমবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কিউশু অঞ্চল। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না, তা জানা যায়নি। 
 
ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচির দক্ষিণাঞ্চলীয় প্রিফেকচারে এক মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
 
দেশটির আবহাওয়া সংস্থা সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্কতা (সুনামির) প্রত্যাহার না করা পর্যন্ত সমুদ্রে যাওয়া বা উপকূলের দিকে না যাওয়ার আহ্বান জানিয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here