চুয়াডাঙ্গায় ২ কেজি ৩৩০ গ্রাম স্বর্ণ জব্দ

0

চুয়াডাঙ্গা সীমান্তের পৃথক দুটি স্থান থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার এবং ৪ কেজি ৯৮৫ গ্রাম রুপার গহনা জব্দ করেছে বিজিবি। 

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এগুলো জব্দ করা হয়। এ সময় স্বর্ণ পাচারে জড়িত থাকায় শাহাবুল মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়।

অপরদিকে চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় সীমান্তের দিকে গমণকারী একটি মোটরসাইকেলের গতিরোধ করলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে বাধা একটি গামছায় মোড়ানো অবস্থায় ৪ কেজি ৯৮৫ গ্রাম রুপার গহনা পাওয়া যায়। 

এ বিষয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here