১০ দফা দাবিতে বগুড়ায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় এ মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলার সভাপতি মাসুদ পারভেজ। বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলার আহ্বায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, কৃষক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক নেতা শাজাহান আলী, মহসিন আলী, বাবু মোল্লা প্রমুখ।
মানববন্ধনে তারা বলেন, কৃষি প্রধান বাংলাদেশে এখনো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। জিডিপিতে ও কৃষির অবদান প্রায় ১৪ শতাংশ। অথচ স্বাধীনতা পরবর্তী সব সরকারই নিজেদের কৃষি ও কৃষকবান্ধব দাবি করলেও বরাবরই কৃষিখাত অবহেলিত হয়ে আসছে। সার, বীজ, সেচ, কীট নাশক বিদ্যুৎ ডিজেলসহ কৃষি উপকরনের ক্রমাগত দাম বৃদ্ধি পেলেও কৃষকরা উৎপাদিত ফসলের লাভজনক দাম পাচ্ছেন না। ফলে মাঝারি কৃষক পরিনত হচ্ছে প্রন্তিক কৃষকে, প্রান্তিক কৃষক ভূমিহীন কৃষকে পরিনত হয়ে বছরে অন্তত ১১ লাখ কৃষক জমিহারা হচ্ছেন। এ জন্য কৃষি, কৃষক, ক্ষেতমজুরদের বাঁচাতে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।