বিপিএল সিলেট পর্বের শেষ দিনে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ২০৪ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে চিটাগাং কিংস।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খোলায় টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান সিলেটের অধিনায়ক আরিফুল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলারদের তুলোধুনো করে ৬ উইকেটে ২০৩ রান করে চিটাগং কিংস। জয় দিয়ে ঘরের মাঠে বিপিএল মিশন শেষ করতে হলে ২০৪ রান করতে হবে স্ট্রাইকার্সদের।
চট্টগ্রামের বড় রান সংগ্রহের পথে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। শেষ দিকে ১৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ২০০ পার করতে বড় অবদান রাখেন হায়দার আলী।
টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রামের ওপেনার পারভেজ হোসেন ইমনের দ্রুত বিদায়ের পর (১০ বলে ৭) দ্বিতীয় উইকেটে ৬৮ রানের (৩৯ বলে) জুটি করেন উসমান ও গ্রাহাম।
৩৫ বলে ৫৩ রান করেন উসমান। ৩৩ বলে ৬০ রান করেন গ্রাহাম। ১৯ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। শেষ দিকে ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করে দলীয় সংগ্রহ ২০৩ এ নিয়ে যান হায়দার আলী।