‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে গত ১১ জানুয়ারি থেকে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৯ দিনব্যাপী এই উৎসবে দেখানো হবে ৭৫ দেশের ৭৫ দেশের ২২০টি সিনেমা। এবার সেই উৎসবের স্পিরিচুয়াল ফিল্ম ক্যাটাগরিতে জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন নির্মাতা ফাখরুল আরেফিন খান। বিষয়টি নিয়ে তিনি বলেন, এর আগে মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে জুরি হয়েছিলাম এছাড়াও রংপুরের শর্ট ফিল্ম উৎসবে জুরি হয়েছিলাম, কিন্তু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হইনি। জুরি না হলেও এই উৎসবে আমার নির্মিত ৩টি সিনেমা ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ এবং ‘জেকে ১৯৭১’ প্রর্দশিত হয়েছিল। এ বছর জুরি হিসেবে দায়িত্ব নিয়েছি। চেষ্টা করব, আমার ওপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার। ফাখরুল আরেফিন খান ছাড়াও এই বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির জনসংযোগ কর্মী ও নির্মাতা লিসা মার্টেলি, ফরাসি অভিনেতা লক্ষন্ত রুকমান কুমার এবং ইরানিয়ান প্রযোজক মাহনাজ তাফাগী।
ফাখরুল আরেফীন খান ২০০৭ সাল থেকে এই উৎসবের সঙ্গে নিয়মিত কাজ করছেন জানিয়ে বলেন, এ উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। এই আন্তর্জাতিক উৎসবে সারা বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র সিনেমাপ্রেমীদের উপহার দেওয়াই উৎসবের মূল লক্ষ্য।