সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে ধাক্কা ও তর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান। বিপিএলে রবিবার খুলনা টাইগার্স অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে আউট করে অতিরঞ্জিত উদযাপনে মাতেন সিলেট স্ট্রাইকার্সের এই পেসার।
এমন কাণ্ডের পর শাস্তি পাবেন সাকিব; সেটা এক রকম নিশ্চিতই ছিল। শাস্তি হিসেবে ম্যাচের ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সাকিবকে।
ম্যাচের ১৭তম ওভারে আগ্রাসী ব্যাট করতে থাকা পাকিস্তানি ব্যাটার নওয়াজকে আউট করেন সাকিব। এরপরে তার কাঁধের সঙ্গে ধাক্কা দেন। সে সময় নওয়াজও রেগে যান। পরে দু’জনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি সামাল দিতে অন্য খেলোয়াড় ও আম্পায়ারকে এগিয়ে এসে দু’জনের দ্বন্দ্ব থামাতে হয়।
ম্যাচ রেফারি এহসানুল হক সোমবার সাকিবকে আচরণবিধির লেভেল ২ লঙ্ঘনের দায়ে শাস্তি দিয়েছেন। শাস্তি হিসেবে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। যা কার্যকর থাকবে আগামী ২৪ মাস। আর এই সময়ে ৪টি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সাকিব।
ম্যাচে সিলেট ৮ রানে জয় পায়। পাঁচ ম্যাচে তাদের দ্বিতীয় জয় এটি। অন্যদিকে খুলনা এখন পর্যন্ত টুর্নামেন্টে তাদের চারটি ম্যাচের দুটিতে হেরেছে।