২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এতে সবচেয়ে বড় চমক স্পিনার মুজিব-উর-রহমানের দলে জায়গা না পাওয়া। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় স্কোয়াড ঘোষণা করে এসিবি।
দীর্ঘদিন চোটের কারণে দলের বাইরে থাকা ডানহাতি ওপেনার ইব্রাহিম জাদরান ফিরেছেন জাতীয় দলে। তিনি বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ২২ গজ মাতিয়েছেন।
আফগানিস্তানের তরুণ স্পিনার মুজিব উর রহমান এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন। কিন্তু এবার তাকে বাদ দেয়া হয়েছে। এছাড়াও, কিছু খেলোয়াড়কে বাদ দেয়া হয়েছে, যার মধ্যে আছেন আব্দুল মালিক, ডারউইশ রাসূলি এবং নাঙ্গেলিয়া খারোটে।
এছাড়াও, ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আফগানিস্তানের জার্সিতে অভিষেক হওয়া সেদিকউল্লাহ আতাল সুযোগ পেয়েছেন ১৫ সদস্যের স্কোয়াডে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে আফগানিস্তান।
আফগানিস্তান স্কোয়াড
ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহ, ইকরামআলী খিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক এবং নাভিদ জাদরান।
রিজার্ভ- ডারউইশ রাসূলি, নাঙ্গেলিয়া খারোটে, বিলাল সামি