নিজেকে মারতে ভাড়াটে খুনিকে টাকা দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা!

0

প্রতিহিংসা, শত্রুতা কিংবা পারস্পরিক বিবাদের জেরে পৃথিবী থেকে কাউকে থেকে চিরতরে সরিয়ে দিতে কিলার ভাড়া করার ঘটনা বহুল পরিচিত। বইয়ের পাতা, পর্দা থেকে বাস্তব— এমন ঘটনা শিরোনামে থাকে প্রায়শই। কিন্তু নিজেকে মেরে ফেলার জন্য পেশাদার কিলারকে টাকা দেওয়ার কথা শুনে হোঁচট বিষম খাওয়া অস্বাভাবিক নয়।

তবে, এমনই এক কাণ্ড ঘটিয়েছিলেন হলিউড ডিভা অ্যাঞ্জেলিনা জোলি। হলিউডে এই ঘটনা ‘হিটম্যান সাগা’ বলে পরিচিত। ২২ বছর বয়সে নিজেকে খুন করানোর জন্য ভাড়াটে খুনিকে টাকা দিয়েছিলেন তিনি।

সেই সময় মারাত্মক অবসাদে ডুবেছিলেন অ্যাঞ্জেলিনা। সারাক্ষণ নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতেন তিনি। কিন্তু পাশাপাশি অন্য এক ভাবনাও তার মনে জেকে বসেছিল। 

একটি ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন, আমি মরে যেতে চাইতাম। কিন্তু আমার মনে হতো আমি যদি নিজেকে শেষ করে দিই, তাহলে আমার মা কিংবা কাছের মানুষদের মনে হত যে তারা আমার জন্য যথেষ্ট নয়। আমি ওদের  মনে কষ্ট দিতে চাইনি। তাই এমন একটি পরিকল্পনা করেছিলাম, যাতে আমার মৃত্যুর পর বাকিদের মনে হয় যেন আমি খুন হয়েছি।

অ্যাঞ্জেলিনা অবশ্য পরে এই ‘সাপও মরবে, লাঠিও ভাঙবে’ স্ট্র্যাটেজি থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন। এ প্রসঙ্গে পরে অ্যাঞ্জেলিনার বক্তব্য ছিল, আমি আমার জীবন নিয়ে একটা খেলায় মেতে ছিলাম। নিজেকে নিজে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। তবে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার মন থেকে এই ভাবনা মুছে দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here