এক বছরেরও বেশি সময় পর ভারতের স্কোয়াডে শামি

0

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৪ মাস পর দলে প্রত্যাবর্তন হয়েছে মোহাম্মদ শামির। শেষবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের জার্সিতে খেলেছিলেন শামি। 

আগামী ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। ইংলিশদের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে হবে সেই ম্যাচ। সেখানেই প্রথম একাদশে দেখা যেতে পারে তাকে। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ও বিজয় হাজারে ট্রফি খেলেছেন তিনি। এবার ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।

জানা গেছে, ফিটনেস নিয়ে আর সমস্যা নেই শামির। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য প্রস্তুত ভারতের তারকা পেসার। ফিটনেস সমস্যার কারণে শেষ পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি শামি। গোড়ালির চোট সারিয়ে রঞ্জি ট্রফিসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেললেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল তার। পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। 

শামির ফেরার মতোই চমক ঋষভ পন্তের দলে না থাকা। প্রথম উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। তিনি ফর্মে রয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেল। জিতেশ শর্মার বদলে নেওয়া হয়েছে তাকে। রমনদীপ সিংহের বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নীতীশ রেড্ডি। নেই শিবম দুবে। চোটের কারণে বাদ পড়েছেন রিয়ান পরাগ।

ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি প্রথম ম্যাচ কলকাতায়। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি। হবে চেন্নাইয়ে। ২৮ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি রাজকোটে। ৩১ জানুয়ারি পুণেয় চতুর্থ ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে পঞ্চম টি-টোয়েন্টি।

ভারতের টি-টোয়েন্টি দল— সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বার্মা, নীতীশ রেড্ডি, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হার্ষিত রানা, ধ্রুব জুরেল, রিঙ্কু সিংহ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here