টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রকে স্মরণে এক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে সংগঠনটির সাধারণ সম্পাদক মনিস রফিকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল, সাংবাদিক সুমন রহমান, শেখ শাহনওয়াজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন ও আশিস দত্ত। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিফোনে অভিনেতা প্রবীর মিত্রের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান।
অনুষ্ঠানে ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অভিনেতা প্রবীর মিত্র ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ নানা অসুস্থতায় তিনি বেশ কয়েক দিন ধরে ভুগছিলেন।