অন্য রকমভাবে দেখা দিচ্ছেন অর্ণব

0

লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সংগীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণব। আসছে একুশে বইমেলায় প্রকাশিত হবে তার গীতিকবিতার বই ‘হোক কলরব’।

এ বইয়ে থাকবে অর্ণবের সুর করা গান আর গান তৈরির পেছনের গল্প। বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন; প্রচ্ছদ করেছেন অর্ণবের বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী। বিদেশি শ্রোতাদের কাছে পৌঁছাতে বাংলার পাশাপাশি রাখা হয়েছে প্রতিটি গানের ইংরেজি অনুবাদও।

বইটি নিয়ে ফেইসবুকে এক ভিডিও বার্তায় অর্ণব বলেন, “অনেক দিন ধরে ইচ্ছা ছিল সবার জন্য আমার সুর করা গান নিয়ে একটা বই বের করব ইংরেজি ট্রান্সলেশনসহ, যাতে সব শ্রোতা আমার গানগুলোর সঙ্গে আরও বেশি রিলেট করতে পারে। এ বছর অমর একুশে বইমেলায় কিংবদন্তী পাবলিকেশন থেকে আসছে আমার সুর করা গানের বই হোক কলরব। বইটির প্রি অর্ডারও শুরু হয়েছে।”

শায়ান চৌধুরী অর্ণব একাধারে কণ্ঠশিল্পী, সুরকার, সংগীতায়োজক ও চিত্রশিল্পী। তার দর্শকপ্রিয় গান ‘হোক কলরব’ এর নামেই হয়েছে বইয়ের নামকরণ। ‘সোনার ময়না পাখি’, ‘আমায় ধরে রাখো’, ‘একলা চলো’, ‘তোমার জন্য নীলচে তারা’, ‘কষ্টগুলো’, ‘চাই না ভাবিস’,’সে যে বসে আছে’, ‘চিলতে রোদ’সহ বহু গান জনপ্রিয়তা পেয়েছে অর্নবের কণ্ঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here