গত ১৭ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই শিক্ষার্থী মাসুদ রানা ও রায়হান আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহীনসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের সাভার ও ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিয়ে রবিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সংবাদ সম্মেলন করেন এসপি রেজাউল করিম।
তিনি জানান, রাজনৈতিক কারণে নয়, পেয়ারা বাগানের দ্বন্দ্বের কারণে দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ সুপার বলেন, নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি শাহীন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে নিহত হন একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পরদিন ১৮ ডিসেম্বর মাসুদ রানার বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।