ইউটিউবে আঞ্চলিক ভাষার নাটক ‘ঢাকার বউ সিলেটি জামাই’

0

সিলেটের আঞ্চলিক ভাষার নাটক ‘ঢাকার বউ সিলেটি জামাই’ ইউটিউবে প্রকাশ পেয়েছে। ‘মাই সাউন্ড’ নামের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাচ্ছে রবিবার বিকাল থেকে। এই নাটকে প্রথমবারের মত জুটি বেঁধে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা নিপুণ আহমেদ এবং অভিনেত্রী ইমু শিকদার।

নিপুণ বলেন, ‘ঢাকার বউ সিলেটি জামাই’ নাটকটির রচয়িতাও তিনি; পরিচালনা করেছেন রানা ইব্রাহিম এবং প্রযোজনা করেছেন জামিল উদ্দীন। এটি রোমান্টিক-কমেডি ঘরানার কাজ।

তিনি আরও বলেন, “পরিচালক রানা ভাই খুব সুন্দরভাবে কাজটি করেছেন। সবাই যার যার জায়গা থেকে তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি দর্শক দারুণ কিছু উপহার পাচ্ছেন।”

সিলেটের ছেলে নিপুণের লেখা নাটক নিয়ে কাজ করার দুইটি কারণের কথা বলেছেন পরিচালক রানা ইব্রাহিম। তার ভাষ্য, “গল্পে এক সঙ্গে এতগুলো রসদ সহজে পাওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে সিলেটের ভাষা। এই গল্পের নায়কের মুখে সিলেটের ভাষা শোনা যাবে। বেশ কয়েক বছর ধরে আমাদের নাটকে পাবনা, বরিশাল, নোয়াখালী অঞ্চলের ভাষা ব্যাবহার হলেও সিলেটের ভাষার ব্যবহার তেমন দেখা যায় না। তাই কাজটা করার সিদ্ধান্ত নেই।”

নাটকের অভিনয়শিল্পীসহ কলাকুশলীদের প্রত্যেকের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে ইব্রাহিম বলেন, “আমরা সবাই মিলে ভালো একটা প্রোডাকশন করার চেষ্টা করেছি। সবাই যথেষ্ঠ কষ্ট করে কাজটা করেছি। এখন দর্শকরা নাটকটা গ্রহণ করলে আমাদের কষ্ট স্বার্থক হবে।”

নাটকে আরও অভিনয় করেছেন শশী আফরোজা, বাপ্পা দ্বীপ, সানি আহমেদ, রুকাইয়া জান্নাত। গেল বছরের ডিসেম্বরে ঢাকার উত্তরায় এই নাটকের শুটিং হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here